বলিউডি ছন্দে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে ঝঙ্কার তুলবেন ভারতীয় তারকারা
সুরেশ মুকুন্দ জানিয়েছেন, এখানে অনুষ্ঠান করার সুযোগ তিনি পেয়েছেন মনস্বীর সৌজন্যেই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমার্কিন রাজধানীর ওয়েস্ট লনে এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন তারকা ছাড়াও লক্ষ লক্ষ মানুষও দর্শক হিসেবে থাকবেন। সারা বিশ্বেই টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হবে ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠান।
প্রাক্তন মিস ইন্ডিয়া মনস্বী মাগমি এই ড্যান্স ট্রুপের নেতৃত্বে থাকবেন। ২০১০-এর এই ভারত-সুন্দরী রিপাবলিকান হিন্দু কোয়ালিশনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। ট্রাম্প রিপাবলিকান দলের প্রার্থী হিসেবেই ভোটে জিতেছেন। মনস্বীর দাবি, তাঁদের পারফরম্যান্স মুগ্ধ করতে ট্রাম্পকে।
আমেরিকার সময় অনুযায়ী দুপুর ২ টার সময় এই বলিউডি অনুষ্ঠান দেখা যাবে।মুকুন্দ গত তিনদিন ধরে ৩০ জন শিল্পীকে এজন্য প্রশিক্ষণ দিচ্ছেন।
বলিউডি গানের সঙ্গে নৃত্যানুষ্ঠানকে আকর্ষণীয় করে তুলতে মুম্বইয়ের নালাসোপারার এক কোরিওগ্রাফার নিউইয়র্কে দিনরাত এক করে পরিশ্রম করছেন। ওই কোরিগ্রাফার সুরেশ মুকুন্দ সাত মিনিটে ভারতীয় উচ্চাঙ্গ ও বলিউড নৃত্যের মিশেলে একটি বিশেষ পারফরম্যান্স তৈরি করছেন।
ভোটের প্রচারের সময় ট্রাম্প ভারতের প্রতি তাঁর অনুরাগের কথা জানিয়েছিলেন। এবার আমেরিকার রাষ্ট্রপতি পদে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে দেখা যাবে বলিউড গানের সঙ্গে নৃত্য।
আজ শপথ গ্রহণ করবেন আমেরিকার নির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্বের বিশিষ্ট ব্যক্তিরা। জানা গেছে, অনুষ্ঠানে দেখা যাবে বলিউডের হিন্দি গানের সঙ্গে ভারতীয় শিল্পীদের নৃত্য।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -