বোর্ডের স্বপ্নের দলে অধিনায়ক ধোনি, নেই সৌরভ, কোহলি
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপেসার হিসেবে স্বপ্নের দলে রয়েছেন জাহির খানও। তিনি পেয়েছেন ৮৩ শতাংশ ভোট।
টেস্ট দলের কখনও স্থায়ী সদস্য না হওয়া সত্ত্বেও ৬২ শতাংশ ভোট পেয়ে দ্বাদশ ব্যক্তি যুবরাজ সিংহ।
ভিভিএস লক্ষ্মণ দলে পাঁচ নম্বর পজিশনে রয়েছেন। তিনি পেয়েছেন ৫৮ শতাংশ ভোট।
দ্বিতীয় ওপেনার বীরেন্দ্র সহবাগ পেয়েছেন ৮৬ শতাংশ ভোট
৬৮ শতাংশ ভোট পেয়ে প্রথম ওপেনার সুনীল গাওস্কর।
পেসার হিসেবে ৭৮ শতাংশ ভোট পেয়ে দলে এসেছেন জাভাগল শ্রীনাথ।
চার নম্বর পজিশনে সচিন তেন্ডুলকর। পেয়েছেন ৭৩ শতাংশ ভোট
সমর্থকরা সবচেয়ে বেশি ভোট দিয়েছেন রাহুল দ্রাবিড়কে (৯৬ শতাংশ)। তিন নম্বরে তাঁকেই বেছে নেওয়া হয়েছে।
১৯৮৩-র বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক কপিল দেব অলরাউন্ডার হিসেবে ছয় নম্বর স্থানে দলে এসেছেন। তাঁর পক্ষে ভোট পড়েছে ৯১ শতাংশ
দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। তাঁর পক্ষে ভোট পড়েছে ৯০ শতাংশ
ক্রিকেট ভক্তদের বিচারে সর্বকালের সেরা ভারতীয় টেস্ট দলে জায়গা পেলেন না দেশের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআই মঙ্গলবার অনুরাগীদের বেছে নেওয়া দলের ঘোষণা করেছে। প্রত্যেকটি পজিশনের জন্যই ভোট নেওয়া হয়। এরই ভিত্তিতে বারো জনের স্বপ্নের দল ঘোষণা করা হয়েছে।
সবচেয়ে কম ভোট পেয়ে দলে জায়গা পেয়েছেন রবিচন্দ্রণ অশ্বিন। চলতি ভারতীয় দলের একমাত্র সদস্য হিসেবে ৫৩ শতাংশ ভোট পেয়েছেন তিনি। জায়গা হয়নি বিরাট কোহলিরও।
দলে রয়েছেন অনিল কুম্বলে। তাঁর পক্ষে পড়েছে ৯২ শতাংশ ভোট
- - - - - - - - - Advertisement - - - - - - - - -