২৬ ফুট লম্বা অজগরের সঙ্গে যুদ্ধ করে জিতলেন নির্ভীক নিরাপত্তা রক্ষী
ফিলিপিনস ও ইন্দোনেশিয়ায় ২০ ফুট লম্বা অজগর আকছার দেখা যায়। তাদের সঙ্গে লড়াই করাও নতুন কিছু নয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরবার্টের পছন্দের খাদ্য সাপ। প্রথমে তিনি চেষ্টা করেন, অজগরটিকে বস্তায় পুরে ফেলতে। কিন্তু সেটি তাঁর বাঁ হাত জড়িয়ে ধরে চাপ দিতে থাকে। মনে হয় তা ভেঙেই যাবে। সাপটিকে মেরে ফেলেছেন ঠিকই কিন্তু রবার্ট নিজেও গুরুতর আহত। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রচণ্ড লড়াই দেখতে ভিড় করেন গ্রামবাসীরা। তাঁদের সাহায্যে রবার্ট শেষ পর্যন্ত মেরে ফেলেন সাপটিকে।
রবার্ট নামে ওই নিরাপত্তা রক্ষী যখন রাস্তায় পাহারা দিচ্ছিলেন তখন তাঁর ওপর হামলা চালায় ২৬ ফুট দীর্ঘ ওই অজগর। আগে সেনায় থাকা রবার্ট ভয় পাননি। বরং শুরু করেন লড়াই।
দ্য জাঙ্গল বুক-এর সম্মোহন জানা অজগর কা-এর কথা মনে আছে? প্যাঁচে প্যাঁচে মোগলিকে পিষে ফেলে তাকে গিলে ফেলতে চাইছিল সে। ঠিক তেমনই এক দৈত্যাকৃতি অজগর ধরা পড়ল ইন্দোনেশিয়ায়। সাধারণ এক নিরাপত্তা রক্ষীর হাতে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -