ইন্দওরের উঠতি মডেলের মৃত্যু ঘিরে রহস্য
অনামিকা ও ধীরজের বন্ধুত্বের কথা গোপন ছিল না। অনামিকার বন্ধুরা মনে করছেন, তাঁর সঙ্গে অন্যায় কিছু করা হয়েছিল। পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে। পুলিশ অনামিকার পরিবারের সদস্য ও বন্ধুদেরও জিজ্ঞাসাবাদ করছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅনামিকা বাড়িতে বলেছিলেন যে, তিনি মু্ম্বইতে ইন্টারভিউ দিতে যাচ্ছেন। কিন্তু তিনি আসলে মুম্বই যাননি।
কিন্তু কিছুদিন আগে থেকেই কোনও স্থায়ী চাকরি যোগাড়ের চেষ্টা করছিলেন। ইন্টারভিউ-র কথা বলেই তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন।
অনামিকা কলেজে পড়াশোনার সময়ই মডেলিং করতেন এবং বেশ কিছু শো-তে অংশও নিয়েছেন।
অনামিকার দেহের ময়নাতদন্ত করা হয়। রিপোর্টে অনামিকার শরীরে আঘাতের চিহ্ন এবং তাঁর গোপনাঙ্গেও আঘাতের চিহ্ন মিলেছে। পুলিশের সন্দেহ, অনামিকার সঙ্গে শারীরিক সম্পর্কও করা হয়ে থাকতে পারে। পুলিশ অনামিকার বন্ধু ধীরজকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
ধীরজ অনামিকার পরিবারকে এ খবর জানান। এরপর অনামিকার পরিবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে পুলিশ।
সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, পরের দিন অর্থাত্ বৃহস্পতিবার অনামিকা অসুস্থ হয়ে পড়েন। তিনি বমি করতে শুরু করেন। ধীরজ প্রথমে একজন স্থানীয় চিকিত্সকের কাছে অনামিকার অসুস্থতার কথা বলে ওষুধ লিখে দিতে বলেন। কিন্তু চিকিত্সক রোগীকে নিয়ে আসতে বলেন। ফ্ল্যাটে ধীরজ যখন ফিরে আসেন তখন অনামিকার অবস্থার আরও অবনতি হয়। এরপর বন্ধুদের সাহায্যে ধীরজ অনামিকাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
ইন্দওরের ২৩ বছরের উঠতি মডেল অনামিকা দুবের রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। জানা গেছে, অনামিকা মডেলিং করতেন। তিনি কোনও চাকরির জন্য ইন্টারভিউ দেওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু ইন্টারভিউ দিতে যাওয়ার পরিবর্তে তিনি তাঁর বন্ধু ধীরজ শর্মার ফ্ল্যাটে চলে যান। ওই ফ্ল্যাটে ধীরজের আরও তিন বন্ধু ছিলেন বলে জানা গেছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -