বিল গেটস নন, বর্তমানে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি ইনিই, দেখুন ছবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Mar 2019 04:17 PM (IST)
1
বিল গেটস বা মাইকেল ব্লুমবার্গ নন, ফোর্বসের তালিকা অনুযায়ী বদল হয়ে গিয়েছে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির নাম। অ্যামাজন কোম্পানির সিইও জেফ বেজসই এখন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। তালিকার ৫১ নম্বরে রয়েছেন ডোনাল ট্রাম্প। (সব ছবি ইনস্টাগ্রাম ও গুগল ফ্রি ইমেজ)
2
একাদশ স্থান থেকে নবম স্থানে উঠে এসেছেন ব্লুমবার্গ। (সব ছবি ইনস্টাগ্রাম ও গুগল ফ্রি ইমেজ)
3
পঞ্চম থেকে অষ্টম স্থানে নেমে এসেছেন মার্ক জুকেনবার্ক
4
ফ্রান্সের এলভিএসএইচ কোম্পানির সিইও বার্নার্ড আরনাল্ট রয়েছেন চতুর্থ স্থানে।
5
তৃতীয় স্থানে রয়েছেন, ওয়ারেন বাফেট।
6
দ্বিতীয় স্থানে রয়েছেন ৬৩ বছরের বিল গেটস। গত বছর তার রোজগার ছিল ৯ বিলিয়ন মার্কিন ডলার।
7