৯৯৯ টাকা ভাড়ায় পাওয়া যাবে আইফোন SE
মার্কিন কোম্পানি অ্যাপেল সম্প্রতি বাজারে এনেছে ৪ ইঞ্চির আইফোন SE । এর দাম শুরু ৩৯ হাজার টাকা থেকে। কিন্তু এবার ৯৯৯ টাকা ভাড়ায় পাওয়া যাবে এই ফোন।
ক্যালিফোর্নিয়ার কোম্পানি অ্যাপেল ভারতে তাদের নয়া আইফোন SE-র জন্য লিজ অফার চালু করতে চলেছে।
এই অফারে আইফোন SE প্রতি মাসে ৯৯৯ টাকাতে দুই বছরের জন্য ভাড়ায় ব্যবহার করা যাবে।
শুধু আইফোন SE-ই নয়, আইফোন 6 এবং আইফোন 6S-ও মাসিক ভাড়ায় পাওয়া যাবে।
আইফোন 6-এর জন্য মাসে ১,১৯৯ টাকা এবং আইফোন 6S মাসে ১,৩৯৯ টাকায় ভাড়া নিতে পারবেন গ্রাহকরা।
এছাড়াও অ্যাপেল তাদের আইপ্যাড ডিভাইসের জন্য লিজ অফার চালু করতে চলেছে বলে জানা গিয়েছে।
ভারতে যাতে অধিক সংখ্যক গ্রাহক তাদের ফোন ব্যবহার করতে পারে, তার সুযোগ করে দিতেই অ্যাপেল এই অফার চালু করছে বলে এক ইংরেজি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে জানা গিয়েছে।
মনে করা হচ্ছে, এই অফারের মাধ্যমে অ্যাপেলের গ্রাহক সংখ্যা এদেশে বাড়বে।
উল্লেখ্য, এই ধরনের রিটার্ন স্কিমের মাধ্যমে অ্যাপেল আমেরিকাতেও তাদের আইফোন কম দামে বিক্রি করে।