দেখুন, আইপিএল নিলামে এই পাঁচ ব্যাটসম্যানের উপর নজর থাকবে ফ্র্যাঞ্চাইজিগুলির
গত মরসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি রবিন উথাপ্পা। তাঁকে ছেড়ে দিয়েছে শাহরুখ খানের দল। তবে অন্য ফ্র্যাঞ্চাইজিগুলি তাঁর প্রতি আগ্রহ দেখাতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসীমিত ওভারের ফর্ম্যাটে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চকেও দলে নিতে চাইবে কিংস ইলেভেন পঞ্জাব। এই ব্যাটসম্যানের মধ্যে দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে। তিনি ওপেনার হিসেবেও সফল।
ক্রিস লিনকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে এবারও ভাল দর পেতে পারেন তিনি। এই ব্যাটসম্যানের প্রাথমিক দর ২ কোটি টাকা। বিগ ব্যাশ লিগের ইতিহাসে তিনিই সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড গড়েছেন। ফলে আইপিএল-এর নিলামে দর বাড়তে পারে।
শিমরন হেটমায়ারকে ছেড়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তিনি গত মরসুমে একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। তবে ভারতের বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে জিতিয়েছেন তিনি। ফলে আইপিএল-এর নিলামে ভাল দর পেতে পারেন তিনি।
ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগ্যানের দিকে বিশেষ নজর থাকবে কিংস ইলেভেন পঞ্জাবের। কারণ, প্রীতি জিন্টার দলের অধিনায়ক হিসেবে রবিচন্দ্রন অশ্বিনের বদলে কাউকে দরকার। এক্ষেত্রে আদর্শ ক্রিকেটার হতে পারেন মরগ্যান।
আজ বিকেলে কলকাতায় আইপিএল ২০২০-এর নিলাম। আটটি দলই সেরা ক্রিকেটারদের নেওয়ার জন্য লড়াই করতে তৈরি। বোলার, অলরাউন্ডারদের পাশাপাশি নজর থাকবে ব্যাটসম্যানদের দিকেও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -