আইপিএলের নিলামে যে পাঁচ বোলার ফ্র্যাঞ্চাইজিগুলির পছন্দের তালিকায় থাকতে পারেন
টি ২০ ক্রিকেটে সাধারণত ব্যাটসম্যানদের দাপট দেখা যায়। সেক্ষেত্রে ব্যাটসম্যানদের রানের ফুলঝুরিতে রাশ টানতে ও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নেওয়ার জন্য বোলারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ কলকাতায় বসছে ১৩ তম আইপিএলের নিলামের আসর। আটটি দলের আধিকারিকরা নিলামে অংশ নেবেন। এক্ষেত্রে তাঁদের মাথায় থাকবে বোলারদের উইকেট নেওয়ার ক্ষমতার বিষয়টি। এক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজিদের নজর যে পাঁচ বোলারের ওপর থাকবে, তা দেখে নেওয়া যাক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্যাট কামিন্স: কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স ছাড়া অন্যান্য দলগুলির কাছে বিদেশি জোরে বোলারদের চাহিদা রয়েছে। টেস্ট ফরম্যাটের এক নম্বর বোলার কামিন্স সেক্ষেত্রে সেরা বিকল্প হতে পারে। কারণ, মিচেল স্টার্ক নিলাম থেকে সরিয়ে নিয়েছেন নিজেকে। ২০১৭-র আপিএলে দিল্লি ডেয়ারডেভিলস (ক্যাপিটাল)-এ হয়ে সর্বাধিক উইকেট সংগ্রহকারী ছিলেন তিনি।
অ্যান্ড্রু টাই: আইপিএলে ২০১৯ মরশুমটা খুব একটা ভালো যায়নি অ্যান্ড্রু টাইয়ের। নিলামের আগে তাঁকে রিলিজ করেছে কিংস ইলেভেন পঞ্জাব। কিন্তু এই অজি বোলার টি ২০ স্পেশ্যালিস্ট হিসেবে পরিচিত। উইকেট নেওয়া ও ডেথ ওভারগুলিতে বোলিংয়ের দক্ষতা রয়েছে তাঁর।
অ্যাডাম জাম্পা: অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পাকে টি ২০ ক্রিকেটে মাঝের ওভারগুলিতে কার্যকরী ভূমিকা নিতে দেখা গিয়েছে এবং তিনি অস্ট্রেলিয়া দলের নিয়মিত সদস্য। তাঁর বেস প্রাইস দেড় কোটি টাকা।
জয়দেব উনাদকট: গত দুটি নিলামে সবচেয়ে দাবি ভারতীয় ক্রিকেটার ছিলেন উনাদকট। তাঁর বাঁহাতি পেস ও ভারতের পরিবেশ সম্পর্কে ধারণার কারণে ফ্র্যাঞ্চাইজিগুলি তাঁকে দলে পেতে চাইবে। বোলিংয়ে বৈচিত্র্য ও এই ফরম্যাটে তাঁর অভিজ্ঞতা এবং বোলারদের সমস্যায় ফেলার দক্ষতা নিলামের সময় ফ্র্যাঞ্চাইজিগুলির মাথায় থাকবে।
শেলডন কোট্রেল:এই ক্যারিবিয়ান পেসারের স্যালুট-সেলিব্রেশনের কথা সবারই জানা। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে ব্যাটসম্যাদের ওপর চাপ তৈরি ও উইকেট নেওয়ার দক্ষতা রয়েছে তাঁর। ভারতের বিরুদ্ধে চলতি সিরিজে ভালো বল করেছেন তিনি। ৮৩ টি ২০ ম্যাচে তাঁর ইকনমি রেট ৭.৪৬।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -