মিস ইউনিভার্স ২০১৭ খেতাব জিতলেন ফ্রান্সের ইরিস মিতনেয়ার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Jan 2017 05:36 PM (IST)
1
বিশ্বসুন্দরীর মুকুট ইরিসের মাথায় পরিয়ে দেন ২০১৬ সালের মিস ইউনিভার্স বিজয়ী পিয়া বুর্তেজবাক।
2
এই প্রতিযোগিতার অন্যতম বিচারক ছিলেন ভারতের প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন।
3
প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান দখল করেছে হাইতি, তৃতীয় হয়েছে কলম্বিয়া। অন্যদিকে, সেরা ১৫-তে জায়গা নিতে ব্যর্থ ভারতের প্রতিযোগী রশ্মিতা হরিমূর্তি।
4
ইরিসের শখ হল খেলাধুলা, বিশ্বের বিভিন্ন জায়গায় ভ্রমণ এবং নতুন ফরাসি পদ রান্না করা।
5
মিস ইউনিভার্স ২০১৭ প্রতিযোগিতায় বিশ্বের তারড় তাবড় সুন্দরীদের মাত দিয়ে খেতাব জিতে নিলেন ফ্রান্সের ইরিস মিতনেয়ার।
6
ফিলিপাইন্সের রাজধানী ম্যানিলার মল অফ এশিয়া এরিনায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।