ক্যানসারের চিকিৎসা করিয়ে দেশে ফিরেছেন, প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ালেন ইরফান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Apr 2019 01:54 PM (IST)
1
(সব ছবি: মানব মঙ্গলানি)
2
3
4
এবার তিনি শুরু করবেন তাঁর আগের ছবি হিন্দি মিডিয়াম-এর সিকোয়েলের শ্যুটিং। বিপরীতে রয়েছেন করিনা কপূর।
5
লন্ডনে নিউরোএন্ডোক্রাইন টিউমারের চিকিৎসা করিয়ে দেশে এসেছেন লাঞ্চবক্স অভিনেতা।
6
এখন আগের থেকে সুস্থ ইরফান। ধীরে ধীরে কাজে ফিরছেন তিনি।
7
আগে ফটোগ্রাফারদের দেখে মুখ ঢাকতেন তিনি। কিন্তু এবার নিজেই খুললেন মুখের ঢাকনা।
8
আজ তাঁকে দেখা গেল মুম্বই বিমানবন্দরে।
9
বিদেশে ক্যানসারের মত মারণ রোগের চিকিৎসা করিয়ে অবশেষে দেশে ফিরে এসেছেন ইরফান খান। আগের থেকে অনেক সুস্থ লাগছে তাঁকে।