ছেলেদের সঙ্গে কেমন ছিল ইরফানের সম্পর্ক? প্রমাণ মিলল পুরনো ছবিতে
স্ত্রী পুত্রদের এই ছবিটি তুলেছিলেন ইরফান নিজেই।
ছুটি কাটাতে গিয়ে কসরৎ করে ছেলের ছবি তুলে দিচ্ছেন ইরফান। ঠিক যেমন কোনও সাধারণ বাবা করেন ছেলের ইচ্ছাপূরণে।
বড় ছেলে আয়ানের সঙ্গে ইরফানের সম্পর্ক ছিল একেবারে বন্ধুর মতো। বাবার মতো শাসনও করতেন, আবার উপদেশও দিতেন বন্ধুর মতো।
বাবিলের সঙ্গে ইরফান।
এক্কেবারে ফ্যামিলি ম্যান ছিলেন ইরফান খান। স্ত্রী সুতপা ও দুই ছেলে আয়ান ও বাবিল খানকে নিয়েই ছিল এই অন্যধারার অভিনেতার সংসার। গত ২৯ এপ্রিল সেই সংসার ছেড়েই ইরফান পাড়ি দেন চিরশান্তির দেশে।পরিবারের কাছে এখন তাজা ইরফানের স্মৃতি। বাবা-ছেলের সম্পর্কের ছবি সোশ্যাম মিডিয়ায় শেয়ার করলেন ছোট ছেলে বাবিল।
সব ছবি- ইনস্টাগ্রাম
নাটকের মঞ্চে ইরফান। মহড়ার ছবি শেয়ার করেছেন বাবিল।
ন্যাশানাল স্কুল অফ ড্রামায় পড়াশোনা করেছেন ইরফান। সেখানেই আলাপ হয় সুতপার সঙ্গে। সেই প্রেমই বাঁধা পড়ে সাত পাকে।