কে এই রহস্যময়ী? অচেনা মেয়ের সঙ্গে ইরফান খানের বড় ছেলে বাবিল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Jul 2016 03:00 PM (IST)
1
বাবিল ছাড়াও ইন্টারনেটে ভাইরাল হয়েছে শাহরুখের ছেলে আরিয়ান, অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নন্দা, সেফ আলি খানের ছেলে ইব্রাহিম, সলমনের ভাগ্নে নির্বাণ খান ও শ্রীদেবীর মেয়ে খুশি ও জাহ্নবী কপূরের ছবি।
2
অন্য একটি ছবিতে বাবিলকে দেখা যাচ্ছে, তাঁর দুই মেয়ে বন্ধুর সঙ্গে। এঁদের মধ্যে একজন সম্ভবত তাঁর গার্লফ্রেন্ড।
3
ইরফানের বড় ছেলে বাবিলের বয়স মোটে ১৭। সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ফটো ভাইরাল হয়ে গিয়েছে। ফটোয় বাবিল শার্টলেস, একটি মেয়ের সঙ্গে রোমান্টিক পোজে।
4
ইরফান খানের ছবি মাদারি বক্সঅফিসে ভাল সাড়া পেয়েছে। মনে করা হচ্ছে, ইরফানের ২ ছেলেও এবার বলিউডে আসতে চান। তাঁর বড় ছেলে বাবিল ফিল্ম ও ফটোগ্রাফিতে আগ্রহী। ছোট আয়ান ইউটিউবে একটি চ্যানেল চালান ও সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ।