ঐশ্বর্য কি ফের মা হতে চলেছেন, কান-এ রেড কার্পেটের কিছু ছবি উস্কে দিল জল্পনা
১৩ মে, ২০১৬, ৬৯ তম কান চলচ্চিত্র উত্সবে ঐশ্বর্য রাই বচ্চন
কান চলচ্চিত্র উত্সবের সমস্ত ছবির সৌজন্যে এপি, এএফপি এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া
কান চলচ্চিত্র উত্সবের সমস্ত ছবির সৌজন্যে এপি, এএফপি এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া
কান চলচ্চিত্র উত্সবের সমস্ত ছবির সৌজন্যে এপি, এএফপি এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া
তাহলে কি ফের মা হতে চলেছেন বচ্চন বহু।
তবে এই সংক্রান্ত খবর এক কথায় নাকচ করে দিয়েছেন অ্যাশের এক নিকট ব্যক্তি।
কান-এ অ্যাশের ফ্যাশন, অন্তঃস্বত্ত্বা হওয়ার কানাঘুষোর খবর ছাড়াও লোকের নজর কেড়েছে তাঁর বেগুনি লিপস্টিক
কিন্তু ফ্যাশনের পর যে দিকে লোকের নজর গেছে, তাহল অ্যাশের বেবি বাম্প।
অ্যাশের নিকট এক ব্যক্তি জানিয়েছেন অভিনেত্রী এইমুহূর্তে তাঁর বিভিন্ন ছবির প্রজেক্ট নিয়ে ব্যস্ত রয়েছেন।
সেখানে ঐশ্বর্যর স্টাইল স্টেটমেন্ট সারা দুনিয়ার নজর কেড়েছে।
সদ্য শেষ হল কান চলচ্চিত্র উত্সব।