ঈশা অম্বানির সঙ্গীতে শাহরুখ নাচলেন গৌরীর সঙ্গে, নাচ ঐশ্বর্যা-অভিষেকের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Dec 2018 10:22 AM (IST)
1
2
পারফর্ম করবেন হলিউডি তারকারাও। আজই এসে পড়েছেন মার্কিন গায়িকা বিয়ন্সে।
3
বিয়ের অনুষ্ঠান হবে ২ দিন ধরে, উদয় বিলাস ও সিটি প্যালেসে।
4
ঈশার বিয়ে উপলক্ষ্যে সেজে উঠেছে উদয়পুরের প্রাসাদ।
5
নাচ করলেন ক্যাটরিনাও।
6
অনুষ্ঠানের সঞ্চালকের ভূমিকায় ছিলেন শাহরুখ।
7
নাচলেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাইও।
8
সঙ্গীতে ঈশা অম্বানি।
9
১২ তারিখ দেশের ধনীতম শিল্পপতি মুকেশ অম্বানির মেয়ে ঈশার সঙ্গে আনন্দ পিরামলের বিয়ে। তার আগে উদয়পুরে হয়ে গেল সঙ্গীত অনুষ্ঠান। ছিলেন বলিউডের সব প্রথম সারির তারকা।
10
11
১২ তারিখ দেশের ধনীতম শিল্পপতি মুকেশ অম্বানির মেয়ে ঈশার সঙ্গে আনন্দ পিরামলের বিয়ে। তার আগে উদয়পুরে হয়ে গেল সঙ্গীত অনুষ্ঠান। ছিলেন বলিউডের সব প্রথম সারির তারকা।