লাল টকটকে শাড়িতে মহারানির বেশে ঈশা অম্বানির বিয়েতে ঐশ্বর্যা রাই বচ্চন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Dec 2018 10:01 AM (IST)
1
শুধু অ্যাশ-অভিই নন, ঈশার বিয়েতে আমন্ত্রিত ছিল গোটা বচ্চন পরিবার।
2
3
4
5
বাঙালি ডিজাইনার সব্যসাচী তৈরি করেছেন এই শাড়িটি।
6
লাল সোনালি শাড়িতে অ্যাশকে রানির মতই লাগছিল।
7
স্বামী অভিষেক বচ্চন ও কন্যা আরাধ্যাকে নিয়ে অনুষ্ঠানে যোগ দেন ঐশ্বর্যা রাই বচ্চন।
8
গতকাল সন্ধেয় আনন্দ পিরামলকে বিয়ে করেছেন মুকেশ অম্বানির একমাত্র মেয়ে ঈশা অম্বানি।