আগামী মাসেই বিয়ে ইশান্তের, জেনে নিন-কনে কে?
৯ ডিসেম্বর বিয়ে হলে ইশান্ত সিরিজের চতুর্থ টেস্ট খেলতে পারবেন না। কারণ, ওই টেস্ট মুম্বইয়ে ৮ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত খেলা হবে।
এবার চিকুনগুনিয়া সারিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ভারতীয় দলে ফিরেছেন তিনি।
গত মঙ্গলবার ইশান্ত বারাণসীতে গিয়েছিলেন এবং সেখানে গঙ্গা আরতিও করেছিলেন। সঙ্গে ছিলেন প্রতিমা ও তাঁর ভাই।
চিকুনগুনিয়ার কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলা হয়নি ইশান্তের
ঊর্মিলা জানিয়েছেন, বিয়ের মূল অনুষ্ঠান হবে দিল্লিতে। অন্যান্য কিছু অনুষ্ঠান বারাণসীতে হবে।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আগামী ৯ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন ইশান্ত। এই খবরের সত্যতা স্বীকার করেছেন, ইশান্তের ভাবী স্ত্রী প্রতিমার মা ঊর্মিলা সিংহ।
গত ১৯ জুন তারকা বাস্কেটবল প্লেয়ার প্রতিমার সঙ্গে বাগদান সম্পন্ন হয়েছে ইশান্তের। এবার আগামী মাসে বিয়ের অনুষ্ঠান হবে।
ভারতের পেস বোলিংয়ের অন্যতম ভরসা ইশান্তের বিয়ের তারিখও ঘোষণা হয়ে গিয়েছে।
ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে ভারতীয় দলে ফিরেছেন ইশান্ত শর্মা। একইসঙ্গে গাঁটছড়াও বাঁধতে চলেছেন এই পেসার।