দেখুন! সাহারায় শিহরণ, বরফ পড়ছে মরুভূমিতে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Jan 2018 01:40 PM (IST)
1
৪০ বছর এখানে বরফ পড়েনি। এবার পড়ল পরপর ২ বছর।
2
3
4
শাহিদ নামে এক টুইটার ইউজার পোস্ট করেছেন ছবিটি।
5
সাহারাতেও বরফ পড়ে। ৪০ বছরে এই নিয়ে তৃতীয়বার বরফে রং বদলাচ্ছে মরুভূমির। আলজিরিয়ার আইন সেফরা এলাকাকে বলা হয়, সাহারার দরজা। এই ছবি সেখানকারই। দুনিয়ার সবথেকে গরম জায়গা বলে পরিচিত এই এলাকায় এবার বরফ পড়েছে। দেখুন সেই ছবি।