মা হলেন হেমা কন্যা এষা, মেয়ে হয়েছে তাঁর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Oct 2017 07:56 AM (IST)
1
2
3
4
5
6
7
8
এষার ছোট বোন অহনা ইতিমধ্যেই মা হয়েছেন। ২০১৫ সালে জন্মেছে তাঁর ছেলে।
9
২০১২-য় এষা বিয়ে করেন তাঁর ছোটবেলার বন্ধু, ব্যবসায়ী ভারত তাখতানিকে।
10
রবিবার মেয়ে হয়েছে তাঁর। আজ বেলা ১১টা নাগাদ সম্ভবত হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে তাঁকে।
11
নির্বিঘ্নেই সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী এষা দেওল। মুম্বইয়ের খারের হিন্দুজা হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি।