দেখুন! একই জিমে জাহ্নবী ও তাঁর হবু বৌদি মালাইকা
এবার আর বিতর্কে না গিয়ে জাহ্নবী দৃশ্যতই একটু ‘বড়’ শর্টস পরেছেন। (সব ছবি: মানব মঙ্গলানি)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদিনকয়েক আগে জাহ্নবীর শর্টসের সাইজ নিয়ে বিতর্ক হয়েছিল। ক্যাটরিনা কাইফ বলেছিলেন, জাহ্নবীর শর্টস ভীষণরকম ‘শর্ট’। যার প্রতিবাদ করেন তাঁর তুতো দিদি সোনম কপূর।
অর্জুন-মালাইকার বয়সের তফাত অন্তত ১২ বছর।
জাহ্নবীর বৈমাত্রেয় দাদা অর্জুনের সঙ্গে প্রেম করছেন বিবাহবিচ্ছিন্না মালাইকা।
মালাইকা-জাহ্নবী আবার পরস্পরের আত্মীয় হতে চলেছেন।
একইভাবে নিয়মিত জিমে গিয়ে ঘাম ঝরান বলিউডে নবাগত জাহ্নবী কপূর।
চল্লিশোর্ধ্ব মালাইকা শরীরচর্চা নিয়ে এখনও আগের মতই আগ্রহী।
মালাইকা অরোরা ও জাহ্নবী কপূরের বেশিরভাগ ছবিই পাওয়া যায় তাঁদের জিমে যাওয়ার বা আসার পথে।
শীত, গ্রীষ্ম, বর্ষা- জিমে যেতে কক্ষণও ভুল হয় না বলিউডের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -