ঈশান খট্টারের সঙ্গে ছবি দেখতে গিয়েছিলেন জাহ্নবী কপূর, এড়াতে পারলেন না ক্যামেরার নজর
এখনও পর্যন্ত ৬৯ কোটি টাকারও বেশি ব্যবসা করেছে ‘ধড়ক’। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবক্স অফিসে সাফল্য পেয়েছে জাহ্নবী ও ঈশানের ছবি। সৌজন্যে মানব মঙ্গলানী
একটি মরাঠি ছবির অনুকরণে তৈরি হয়েছে ‘ধড়ক’। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
‘ধড়ক’-এর পরিচালক শশাঙ্ক খৈতান। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
‘ধড়ক’-এর মাধ্যমে বলিউডে পা রেখেছেন জাহ্নবী। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
অনুরাগীদের ছবি তোলার আবদারে সাড়া দিতেও দেখা যায় জাহ্নবীকে। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
জাহ্নবীকে অত্যন্ত গ্ল্যামারাস দেখতে লাগছিল। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
ঈশানের জ্যাকেটের পিছনে লেখা রয়েছে ‘মধু’। যা ‘ধড়ক’-এ তাঁর অভিনীত চরিত্রের ডাকনাম ছিল। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
জাহ্নবী কপূর ও ঈশান খট্টারকে প্রায়ই একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যায়। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
‘ধড়ক’ ছবির জুটিকে দেখা গেল মুম্বইয়ের একটি সিনেমা হলে। তাঁরা ছবি দেখতে গিয়েছিলেন। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
- - - - - - - - - Advertisement - - - - - - - - -