ওড়নায় ঝুলছে প্রাইস ট্যাগ, সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক জাহ্নবী কপূর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Oct 2019 01:41 PM (IST)
1
জাহ্নবী খেয়াল না করলেও নেটিজেনরা ঠিক লক্ষ করেছেন, তাঁর ওড়নায় প্রাইস ট্যাগ ঝুলছে!
2
সব ছবি: মানব মঙ্গলানি
3
4
5
6
7
8
9
কেউ বলেছেন, প্রাইস ট্যাগ না থাকলে জামাটা জাহ্নবী ফেরত দেবেন কী করে, আবার কারও মন্তব্য, ট্যাগ যে ঝুলছে সেটা তাঁকে কেউ মনেও করায়নি!
10
হাতে মানানসই ব্যাগ, পায়ে নাগরা। এত সুন্দর পোশাক পরেও সোশ্যাল মিডিয়ায় বিচ্ছিরি ট্রোলড হলেন জাহ্নবী।
11
জিমেই যাচ্ছিলেন। তবে ব্যায়ামের পোশাকে নয়, সালোয়ার কামিজে দেখা দিলেন জাহ্নবী কপূর।