‘ধড়ক’-এর সাফল্যের পর বড়সড় সুযোগ জাহ্নবির, পর্দায় দেখা যাবে রণবীর-আলিয়ার সঙ্গে
২০১২-য় কর্ণ জোহরের স্টুডেন্ট অফ দ্য ইয়ার সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল আলিয়া ভট্টর। তিনি লিখেছেন, যেখানে শুরু করেছিলাম, সেখানেই ফিরে এলাম। উল্লেখ্য, তখত ২০২০-তে মুক্তি পাবে। (সমস্ত ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরণবীর সিংহও এই সিনেমায় কাজ করার সুযোগ পেয়ে নিজের খুশির কথা জানিয়েছেন।
এই সিনেমায় সুযোগ পেয়ে আপ্লুত জাহ্নবি বলেছেন, এ ধরনের সিনেমা সুযোগ পেয়ে নিজেকে ধন্য ও ভাগ্যবতী বলে মনে করছি।
কর্ণ এদিন ট্যুইট করে জানিয়েছেন, তখত-এ রণবীর সিংহ, করিনা কপূর খান, আলিয়া ভট্ট, ভূমি পডেনকর , ভিকি কৌশল ও অনিল কপূরের মতো তারকা থাকায় আমি উত্সাহিত।
পরিচালক কর্ণ জোহরের ঐতিহাসিক কাহিনীর ভিত্তিক আগামী সিনেমা ‘তখত’-এ সুযোগ পেলেন শ্রীদেবী-কন্যা জাহ্নবি। সিনেমায় রণবীর সিংহ, করিনা কপূর খান, আলিয়া ভট্ট ও অনিল কপূরের মতো তারকাদের সঙ্গে দেখা যাবে জাহ্নবিকে। ভূমি পডেনকর ও ভিকি কৌশলও থাকছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়।
জাহ্নবি কপূরের সামনে বড় সুযোগ। অভিষেক সিনেমা ‘ধড়ক’-এর সাফল্যের পর একটি এবার বড় তারকাদের সঙ্গে সিনেমার কাজ হাতে এল তাঁর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -