আজ শ্রীদেবীর জন্মদিন, ইনস্টাগ্রামে মায়ের ছবি দিলেন জাহ্নবী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Aug 2019 12:10 PM (IST)
1
2
3
মেয়ের প্রথম ছবি দেখে যেতে পারেননি শ্রীদেবী। ছবি মুক্তির কিছুদিন আগে তাঁর মৃত্যু হয়।
4
শ্রীদেবী প্রথমে চাননি, মেয়ে সিনেমায় আসুন। কিন্তু জাহ্নবীর ইচ্ছে দেখে তিনি আর না করেননি। তাঁর অভিষেক নিয়ে অত্যন্ত চিন্তিত ছিলেন তিনি।
5
প্রিয়ঙ্কা চোপড়া, দিয়া মির্জা, মণীশ মালহোত্রার মত তারকারা এতে মন্তব্য করেছেন।
6
জাহ্নবী লিখেছেন, শুভ জন্মদিন মা, তোমাকে ভালবাসি।
7
ছবিটি ইংলিশ ভিংলিশ চলচ্চিত্রের স্টিল। মেয়ে শুভেচ্ছা জানিয়েছেন স্বর্গগত মাকে।
8
আজ শ্রীদেবীর জন্মদিন। মেয়ে জাহ্নবী কপূর পোস্ট করলেন মায়ের সঙ্গে ছবি।
9
দেড় বছর হল তিনি চলে গিয়েছেন। তবু বলিউডের সঙ্গে এখনও অঙ্গাঙ্গী শ্রীদেবী।