দেখুন জাহ্নবী কপূরের ছবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Oct 2019 10:57 AM (IST)
1
সব ছবি: মানব মঙ্গলানি
2
3
4
5
এছাড়া তাঁকে দেখা যাবে তখত ছবিতে।
6
ছবিতে তিনি নাম ভূমিকায়, অর্থাৎ অভিনয় করছেন যুদ্ধ বিমানের চালকের চরিত্রে।
7
মুক্তি পেতে চলেছে তাঁর গুঞ্জন সাক্সেনার ওপর বায়োপিক।
8
সদ্য বলিউডে পা রাখা এই তরুণী নিজের কেরিয়ার নিয়ে অত্যন্ত সিরিয়াস। শীত, গ্রীষ্ম, বর্ষা- জিম কখনও বাদ যায় না তাঁর।
9
জাহ্নবীর শরীরের গঠনে অবশ্য মনে হয়, একটু ঢিলে দিলে মোটা হয়ে যেতে পারেন তিনি।
10
শ্রীদেবী ছিলেন ভারতীয় সৌন্দর্যের প্রতীক। এখনকার মত আওয়ারগ্লাস ফিগার ছিল না তাঁর, বিদেশি পোশাকই হোক বা শাড়ি, দুর্দান্ত লাগত তাঁকে। মেয়ে জাহ্নবী অবশ্য একেবারেই নতুন দিনের নায়িকা। সারাক্ষণ তাঁকে দেখা যায় জিমের পথে।