ল্যাকমে ফ্যাশন সপ্তাহে মার্জার সরণিতে জাহ্নবী কপূর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Aug 2018 08:48 AM (IST)
1
জাহ্নবীর নিজের বোন খুশি।
2
ফ্যাশন শোয়ের আগে র্যা ম্পে দেখা গেল জাহ্নবীর বৈমাত্রেয় দিদি অংশুলা কপূরকে। তবে র্যাম্পে হাঁটেননি তিনি।
3
ডিজাইনার নচিকেত বার্ভের সঙ্গে জাহ্নবী।
4
5
6
তাঁর আত্মবিশ্বাস ছিল দেখার মত। মনেই হচ্ছিল না, এই প্রথমবার তিনি র্যাম্পে হাঁটছেন।
7
ছবির পর এবার মার্জার সরণিতে অভিষেক ঘটল জাহ্নবী কপূরের। ল্যাকমে ফ্যাশন সপ্তাহে র্যাম্পে হাঁটলেন তিনি।