ধড়ক ছবির জন্য জাহ্নবী কপূর পেলেন ডব্লুআইএফটি ইন্ডিয়া অ্যাওয়ার্ড
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Sep 2018 08:32 AM (IST)
1
2
3
২০২০ সালে মুক্তি পাবে ছবিটি।
4
এরপর তাঁকে দেখা যাবে তখত ছবিতে। এতে থাকবেন বেশ কয়েকজন নামী তারকা।
5
জাহ্নবীর স্টাইলিস্ট তানিয়া ছবিগুলি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।
6
এই প্রথম কোনও পুরস্কার পেলেন শ্রীদেবী কন্যা।
7
ওয়াশিংটন ডিসিতে এই পুরস্কারে সম্মানিত হলেন তিনি।
8
শ্রীদেবী দেখে যেতে পারলেন না। ধড়ক-এ অভিষেকের জন্য তাঁর মেয়ে জাহ্নবী পেলেন ডব্লুআইএফটি ইন্ডিয়া অ্যাওয়ার্ড।