দেখুন, রিও অলিম্পিকে সোনা জেতার পর কোচকে উল্টে ফেললেন জাপানি মহিলা কুস্তিগির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Aug 2016 11:56 PM (IST)
1
কাওয়াই বলেছেন, তিনি আগেই কোচকে বলে রেখেছিলেন, সোনা জেতার পর এভাবেই আনন্দ করবেন
2
ফাইনালে বেলারুশের ভ্যাসিলিয়া মারজালিউককে হারিয়ে দিয়েছেন কাওয়াই
3
রিও অলিম্পিকে পদক জেতা অ্যাথলিটরা নিজের নিজের মতো করে সেলিব্রেট করেছেন। কিন্তু জাপানের এই মহিলা কুস্তিগির যেভাবে আনন্দ করলেন, সেটা আর কেউই করেননি
4
সোনা জেতার পর কাওয়াইয়ের সেলিব্রেশনের এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে
5
ফ্রিস্টাইল কুস্তির ৬৩ কেজি বিভাগে সোনা জেতার পর কোচ কাজুহিতো সাকাইকে উল্টে ফেলে দেন রিসাকো কাওয়াই
6
জাপানের এই মহিলা কুস্তিগির দু বার কোচকে উল্টে ফেলে দেন। তবে এতে তাঁর কোচ রাগ করার বদলে তাঁকে কাঁধে তুলে নেন