দেখুন! এই বলিউডি নায়িকার সঙ্গে প্রেম করছেন ভারতীয় পেসার যশপ্রীত বুমরাহ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Mar 2018 08:00 AM (IST)
1
ডিসেম্বরে বিয়ে করেছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি ও অভিনেত্রী অনুষ্কা শর্মা।
2
3
ভারতীয় ক্রিকেট টিমের আর এক সদস্য হার্দিক পাণ্ড্য ডেট করছেন মডেল-অভিনেত্রী এলি আবরামের সঙ্গে।
4
যদিও রাশি একবার বলেন, বুমরাহকে ব্যক্তিগতভাবে চেনেন না তিনি।
5
তবে রাশি বলেছেন, ক্রিকেট ভালবাসেন তিনি, বিশেষ করে যশপ্রীতের বোলিংয়ের ফ্যান। এরপরই তাঁদের সম্পর্কের খবর সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
6
হিন্দি ছবি মাদ্রাজ কাফেতে দেখা গিয়েছিল রাশিকে। তবে যশপ্রীত বা রাশি- কেউই খোলাখুলি নিজেদের সম্পর্কের কথা জানাননি।
7
পেসার যশপ্রীত বুমরাহ ডেট করছেন তেলুগু ছবির অভিনেত্রী রাশি খান্নার সঙ্গে।
8
হার্দিক পাণ্ড্যর পর এবার আর এক ভারতীয় ক্রিকেটার অভিনেত্রীর প্রেমে পড়লেন।