দোলে পলাশে মন রাঙিয়ে নেওয়ার নয়া ঠিকানা হতে পারে ঝালদা
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকলকাতা ছাড়িয়ে গ্রামের দিকে পা বাড়ালেই বসন্তের রূপ দেখা যায়
আবহাওয়া যতই খামখেয়ালি হোক না কেন, ক্যালেন্ডার বলছে বসন্ত এসে গেছে। প্রকৃতিতে তার ছোঁয়া দেখাও যাচ্ছে
দেখুন ঝালদায় পলাশের আরও ছবি
জজহাতু থেকে অযোধ্যা পাহাড়, বাঘমুন্ডি, রাঁচির দূরত্ব বেশি নয়। ফলে এখান থেকে সেই জায়গাগুলিও ঘুরে দেখা যায়
ঝালদা স্টেশন থেকে ১৩ কিমি দূরে জজহাতু গ্রাম। সেখানে থাকার একটিই জায়গা রয়েছে ‘বনপাহাড়ি’। পাহাড়ের নীচে এই আদিবাসী গ্রামের প্রাকৃতিক দৃশ্য ও নির্জন পরিবেশ প্রকৃতিপ্রেমীদের আকর্ষণ করবেই
ঝালদায় পাহাড়, জঙ্গলের পাশাপাশি নদীও রয়েছে। আদিবাসী অধ্যুষিত এই অঞ্চলে গ্রাম্য জীবনের স্বাদ মেলে
আর কয়েকদিন পরেই দোল উৎসব। বহু মানুষ এই সময় শান্তিনিকেতনে যান। তবে পলাশে মন রাঙিয়ে তোলার নয়া ঠিকানা হতেই পারে পুরুলিয়া
পুরুলিয়ার অন্যান্য জায়গার মতোই ঝালদাতেও পলাশ-শিমূলের অসংখ্য গাছ দেখা যায়
পুরুলিয়ায় পথের দু’পাশে এভাবেই পলাশ-শিমূলের শোভা চোখে পড়ে
- - - - - - - - - Advertisement - - - - - - - - -