জিওফোনের ডেলিভারি শুরু, ১০ অক্টোবরের মধ্যে হবে ৬০ লক্ষ ফোনের শিপিং
যাঁরা বুক করেছেন তাঁরা তাঁদের জিওফোনের স্ট্যাটাস MyJio-র সাহায্যে দেখে নিতে পারেন। কবে নাগাদ ফোনটি হাতে পেতে পারেন, তা ওই অ্যাপের মাধ্যমে জেনে নিতে পারবেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৬০ লক্ষ গ্রাহক প্রি-বুকিং করেছেন। এই প্রি-বুকিংয়ের সুযোগ মাত্র দেড় দিনের মতো রেখেছিল। এরপর আগাম অর্ডার নেওয়া বন্ধ করে দেওয়া হয়।
উল্লেখযোগ্য, এই ফোনের কার্যকর মূল্য শূন্য। তিন বছর পর কোনও গ্রাহক কোম্পানির কাছ থেকে ১,৫০০ টাকা ফেরত পেতে পারবেন।
২৪ আগস্ট জিওফোনের প্রিবুকিং শুরু হয়েছিল। প্রি-বুকিংয়ের সময় গ্রাহকদের ৫০০ টাকা করে দিতে হয়েছিল। ডেলিভারির সময় গ্রাহকদের ১০০০ টাকা দিতে হবে।
@LYF_In ট্যুইটার হ্যান্ডেলের মাধ্যমে কোম্পানি সাফ জানিয়েছে, জিওফোনের ডেলিভারি পর্যায়ক্রমিকভাবে শুরু হয়েছে। যে গ্রাহকই এর প্রি-বুকিং করেছেন, দীপাবলীর আগেই তিনি ফোন হাতে পেয়ে যাবেন।
কোম্পানি সূত্রে খবর, শহরের তুলনায় গ্রামীণ ও মফস্বল এলাকায় প্রথমে পাঠানো হবে জিও ফোন।
জিও-র ঘনিষ্ঠ সূত্রের খবর, জিওফোন কোম্পানি নিজেদের রিটেলারদের কাছে পাঠাচ্ছে, যাতে ক্রেতারা তা পেতে পারেন। আগামী ১৫ দিনের মধ্যে ৬০ লক্ষ জিও ফোন পাঠানোর লক্ষ্য ধার্য করা হয়েছে।
রিলায়েন্স জিও জিওফোনের ডেলিভারি গতকাল রবিবার থেকে শুরু করেছে। আগস্টে জিওফোনের জন্য যাঁরা প্রি-বুকিং করেছেন তাঁদের কাছে ওই ফোন পৌঁছে দেওয়া হচ্ছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -