ছেলেমেয়েকে নিয়ে ছুটি কাটাচ্ছেন কাজল ও অজয় দেবগণ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Jul 2018 11:45 AM (IST)
1
ছুটি কাটানোর ফাঁকে তিনি দেখা করেছেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও সশক্তিকরণ মন্ত্রী থাবরচাঁদ গেহলোটের সঙ্গে।
2
অনুরাগীর সঙ্গে অজয়।
3
অল্পদিন আগে ছেলের সঙ্গে অজয় পোস্ট করেন এই বাইক চড়ার ছবি।
4
মেয়ের সঙ্গে ছবি পোস্ট করে কাজল লিখেছেন, যখন আামার সন্তান হাসে, চারপাশ হেসে ওঠে।
5
দুই ছেলেমেয়ে নাইসা ও যুগকে নিয়ে আপাতত লন্ডনে কাজল ও অজয় দেবগন। সোশ্যাল মিডিয়ায় তাঁরা শেয়ার করেছেন ছুটি কাটানোর ছবি।