ছবি পিছু ১৫ কোটি! কী বলছেন কঙ্গনা নিজে?
আগামী বছর, ২৪ ফেব্রুয়ারি কঙ্গনার পরের ছবি 'রেঙ্গুন' রিলিজ হতে চলেছে। ছবির পরিচালক বিশাল ভরদ্বাজ। সব ছবি-সৌজন্যে সোলারিজ ইমেজ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসেদিন কঙ্গনা এও বলেন, কে সেরা অভিনেত্রীর খেতাব পেলেন, তা নিয়ে বিন্দুমাত্র ভাবেন না তিনি।
মনীশ অরোরা তাঁর খুবই প্রিয় ডিজাইনার, জানান কঙ্গনা। তিনি বলেন, কোনও ছবিই রিলিজ করেনি এ বছর, তাই মনীশের জন্য হাঁটাই ২০১৬-র সবচেয়ে বড় কাজ।কঙ্গনাই প্রথম অভিনেত্রী যিনি মনীশের হয়ে হাঁটলেন।
নিয়ন সবুজ ব্লাউজ ও গোলাপী লেহেঙ্গায় ক্যুইন অভিনেত্রী ঝলমল করছিলেন।
১৫ কোটি টাকা নেওয়ার খবর সত্যি কিনা, জানতে চাওয়া হলে তাঁর জবাব, কত পারিশ্রমিক নিই, সেটা অন্য কারও মাথা ঘামানোর বিষয় হতে পারে না। ওটা শুধুই আমার ব্যাপার!
তবে কঙ্গনার জল্পনার মুখে জবাব সোজাসাপ্টা।
কয়েকটি সূত্রে কানাঘুসোয় শোনা যাচ্ছে, ইদানিং কঙ্গনা নাকি প্রতি ছবিতে ১৫ কোটি টাকা নিচ্ছেন। অন্য নায়িকাদের পারিশ্রমিকের মাপকাঠিতে অনেক পিছনে ফেলে দিয়েছেন তিনবারের জাতীয় পুরস্কারজয়ী এই অভিনেত্রী।
সম্প্রতি ব্লেন্ডারস প্রাইড ফ্যাশন ট্যুর ২০১৬-য় শোস্টপার ছিলেন বলিউডের এই নামী তারকা।
ডিজাইনার মণীশ অরোরার ফ্যাশনের মেজাজ দারুণ ফুটিয়ে তুলেছেন কঙ্গনা রানাউত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -