হৃত্বিক, মণিকর্ণিকা বিতর্কের পর ফের শিরোনামে কঙ্গনা, এবার কেন জানতে ক্লিক করুন এখানে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Feb 2018 09:28 AM (IST)
1
তবে তার আগে হয়তো বিয়েটি সেরে ফেলবেন কঙ্গনা। কয়েকদিন আগে মুম্বইয়ে এক ফ্যাশন শোয়ে কঙ্গনা বলেন, ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই বিয়ের পর্বটি মিটিয়ে নিতে চান তিনি।
2
সেই কারণে অভিনেত্রী একাধিকবার মোদীর সঙ্গেও বৈঠক করেছেন
3
সূত্রের দাবি, কঙ্গনা তাঁর রাজ্য হিমাচল প্রদেশ থেকেই রাজনীতির কেরিয়ার শুরু করতে চান।
4
জানা গিয়েছে, এরমধ্যে বেশ কয়েকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করেছেন তিনি। এমনকি মোদীও কঙ্গনা অভিনীত ছবি দেখে অভিভূত বলে জানা গিয়েছে।
5
তবে এবার হৃত্বিক রোশন, মণিকর্ণিকা বিতর্কের জন্যে নয়, এবার তিনি তাঁর মনের এক সুপ্ত বাসনার কথা প্রকাশ করায়। সূত্রের খবর, শীঘ্রই রাজনীতিতে যোগ দিতে পারেন কঙ্গনা
6
বলিউডের অন্যতম সাহসী, প্রতিভাময়ী, স্পষ্টবক্তা অভিনেত্রী কঙ্গনা রানাউত ফের ফিরে এলেন খবরের শিরোনামে