কঙ্গনা@৩০, জন্মদিনে নায়িকার সাতটি সাহসী মন্তব্য দেখব একঝলকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Mar 2017 02:47 PM (IST)
1
2
এক সাক্ষাত্কারে কঙ্গনা তাঁর সেই সমস্ত প্রাক্তনদের একহাত নিয়েছিলেন, যাঁরা জীবনে কোনও না কোনও সময় তাঁর সান্নিধ্যে এসেছিলেন
3
বলিউডে ভাল বন্ধু মানে কি?
4
‘রেঙ্গুন’ ছবিতে সাহসী দৃশ্যে অভিনয় প্রসঙ্গে কঙ্গনার মতপ্রকাশ
5
একদিন তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁর পরিবারের সদস্যরা তাঁর ছবির সমালোচনা করেন কি না, সেপ্রসঙ্গে একথা বলেন বলিউডের কুইন
6
তাঁকে কোনও এক সাক্ষাত্কারে প্রশ্ন করা হয়েছিল পুরনো প্রেমকে মনে রাখা উচিত্ কেন, তার উত্তরে কঙ্গনা বলেন
7
তাঁকে যখন প্রশ্ন করা হয়েছিল ‘আশিকি থ্রি’ থেকে কেন কঙ্গনাকে বাদ দিয়েছিলেন হৃত্বিক, উত্তরে কঙ্গনা বলেন
8
তাঁর একার ক্ষমতায় ছবি টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন বলিউডের কুইন কঙ্গনা রানাউত। আজ তাঁর তিরিশ বছরের জন্মদিনে তাঁর করা সাতটি সাহসী উক্তি দেখব একনজরে
9
বলিউডে নিজের যোগত্যায় জায়গা করে নিয়েছেন তিনি। তাঁর অভিনয় ক্ষমতা প্রশ্নাতীত।