বাবা হতে চলেছেন বলিউডের জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা, স্ত্রী-কে নিয়ে ছুটি কাটাতে গেলেন কানাডায়
নিজের জনপ্রিয় টিভি-শো থেকে সময় বার করে আপাতত হলিডের মুডে কপিল-গিন্নি
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএইদিন কপিল ও গিন্নিকে দেখা গেল একেবারে সাধারণ পোশাকে। কালো পোশাক পরেছিলেন গিন্নি। ছাইরঙা জ্যাকেট পরেছিলেন কপিল, সঙ্গে লাল জুতো
অমৃতসর ও মুম্বইতে জোড়া রিসেপশন করেছিলেন দম্পতি
নিজের দীর্ঘদিনের বান্ধবী গিন্নি ছত্রাতের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন কপিল শর্মা। ২০১৮-র ডিসেম্বর মাসে শিখ ও হিন্দু মতে বিয়ে হয় তাঁদের।
আপাতত ছুটি কাটাতে কানাডার পথে পাড়ি দিয়েছেন দম্পতি। কপিল শর্মা জানান, প্রথম সন্তানের জন্মের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁরা। তবে সবচেয়ে বেশী উৎসাহিত কপিল শর্মার মা।
ছবিতেই ধরা পড়ল গিন্নি ছত্রাতের ‘বেবিবাম্প’। অবশ্য এর আগেই একটি সাক্ষাৎকারে কপিল জানিয়েছিলেন তাঁর বাবা হওয়ার সুখবর
বাবা হতে চলেছেন বলিউডের জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা। সম্প্রতি রাতের মুম্বই এয়ারপোর্টে স্ত্রী গিন্নি ছত্রাতের সঙ্গে তাঁর ছবি ধরা পরল পাপারাৎজিদের ক্যামেরায়
- - - - - - - - - Advertisement - - - - - - - - -