বলিউডের এই গ্ল্যামারস অভিনেত্রীকে বিয়ে করলেন কমেডিয়ান কপিল শর্মা?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Aug 2016 01:42 PM (IST)
1
তবে এবিষয় আরেকটি চমক অপেক্ষা করছে। জ্যাকলিন-কপিলের বিয়ে বাস্তবে হয়নি, হয়েছে শুধুমাত্র পর্দাতেই। শোয়েতে তাঁদের পাত্র-পাত্রীর মতো সাজতে হয়েছে
2
দিন কয়েক আগে জ্যাকলিন তাঁদের ছবি ‘অ্যা ফ্লাইং জাঠ’-এর প্রচারে শোয়ে এসেছিলেন।
3
এই ছবিগুলো দেখে সত্যিই মনে হচ্ছে একাকী জীবনকে বিদায় জানিয়ে অবশেষে বিয়ে করলেন কপিল
4
দর্শকদের সমস্ত জল্পনায় ইতি টেনে জানাতে হচ্ছে কপিল বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে
5
কমেডিয়ান কপিল শর্মার বিয়ের ঝলক দেখুন তাঁর জনপ্রিয় শো ‘দ্য কপিল শর্মা শোয়ে’। বেশ কয়েকদিন ধরেই চর্চায় রয়েছেন কমেডিয়ান কপিল শর্মা, তাঁর বিয়ের জন্যে
6
সেখানে নিজের প্রিয় অভিনেত্রীর সঙ্গে এই মজাটি করেন কপিল। তবে দর্শকরা বিষয়টাকে বাস্তব ভেবে কপিল এবং জ্যাকলিনকে শুভেচ্ছা জানাতেও ভোলননি