রণবীর, দীপিকা থেকে বরুণ, আলিয়া- কে নেই শাহিদ কপূরের প্রি বার্থডে পার্টিতে!
পরিচালক আনন্দ এল. রাই ও তাঁর স্ত্রী।
পরিচালক আর বাল্কি ও তাঁর স্ত্রী পরিচালক গৌরী শিন্ডে।
অভিনেত্রী মন্দানা করিমি।
জ্যাকি ভগনানি।
পরিচালক অয়ন মুখোপাধ্যায়।
ফারাহ খান।
মণীশ মালহোত্রা।
একতা কপূর।
প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা ও তাঁর স্ত্রী ওয়ার্ধা খান।
বিশাল ভরদ্বাজ।
ফারহান আখতার।
সিদ্ধার্থ মালহোত্রা।
সোনাক্ষী সিংহ।
শাহিদের ভাই ঈশান খাট্টার।
সেফ আলি খানের মেয়ে সারা বলিউডে পা রাখতে চলছেন। সুতরাং এ ধরনের পার্টিতে এবার থেকে তাঁকে দেখতে পাওয়া স্বাভাবিক।
কর্ণ জোহর।
বরুণ ধবন।
আলিয়া ভট্ট।
ক্যাটরিনা কাইফ।
রণবীর সিংহ।
এলেন দীপিকা পাড়ুকোন।
২৫ তারিখ শাহিদের জন্মদিন। তার আগে তো কেক কাটতে নেই মানা!
৩৬-এ পড়ো পড়ো শাহিদ কপূর। এবার জন্মদিনের পার্টি দিচ্ছেন স্ত্রী মীরা রাজপুত। কিন্তু তার আগে গতকাল হয়ে গেল তাঁর প্রি বার্থডে পার্টি। অনুষ্ঠানের উদ্যোক্তা শাহিদ ও মীরা। (সব ছবি- প্রবীণ উত্তুরকর/সোলারিস ইমেজেস)