প্রথমবার পুলিশ অফিসারের ভূমিকায় করিনা কপূর, জানুন ‘আংরেজী মিডিয়াম’ ছবির আরও খবর
‘তক্ত’-এ করিনা ছাড়াও থাকছেন ভিকি, জাহ্নবী, আলিয়ারা। সব ছবি- সোশ্যাল মিডিয়া
আগামী দিনে কর্ণ জোহরের ‘তক্ত’-এ দেখা যাবে তাঁকে
পাক তারকা সাবাকে দেখা যাবে ইরফান খানের বিপরীতে
ছবির কেন্দ্রীয় চরিত্রে থাকবেন ইরফান খান
সাকেত চৌধুরী পরিচালিত হিন্দি মিডিয়াসের সিক্যুয়াল এই ছবি।
আগামী দিনে অক্ষয় কুমারের বিপরীতে গুড নিউজ ছবিতে দেখা যাবে করিনাকে
জুন মাসে লন্ডনে শুরু হবে ছবির শ্যুটিং।
ছবিতে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে বেবোকে। তাঁর কাছে এই ধরনের চরিত্র এই প্রথম।
দীনেশ বিজয়ন একটি সাক্ষাৎকারে বলেছেন ‘আংরেজী মিডিয়াম’ তাঁর কাছে খুব বিশেষ একটি ছবি। সিনেমার মুক্তির জন্য অপেক্ষা করছেন তিনি।
ছবির প্রযোজক দীনেশ বিজয়ন আশা করছেন, ছবিতে করিনার উপস্থিতি সাফল্য আনবে।
ইরফান খানের কাম ব্যাক সিনেমা ‘আংরেজী মিডিয়াম’-এ পুলিশ অফিসারের অভিনয় করতে দেখা যাবে করিনা কপূরকে। সব ছবি- সোশ্যাল মিডিয়া