রাহুল গাঁধীর প্রতি তাঁর দুর্বলতা ছিল, সাক্ষাৎকারে জানান করিনা কপূর, পরে অস্বীকার
তবে ২০০৯ সালে এই বয়ান থেকে সরে আসেন করিনা। রাহুলের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ও তো অনেক পুরনো কথা। আমি ও কথা বলেছিলাম, কারণ আমাদের দুজনেরই বিখ্যাত পদবি। আমি কোনও একদিন ওঁকে নিমন্ত্রণ করতে চাইব। ওঁকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইব। তবে ডেট করতে চাইব না কখনও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাঁদেভু উইথ সিমি গারওয়ালে করিনাকে বলা হয়, এমন একজনের নাম করতে যাঁর সঙ্গে তিনি ডেটে যেতে চান। করিনা বলেন, আমি বলে দেব? জানি না, আমার বলা উচিত কিনা, এটা বিতর্কিত বিষয়, রাহুল গাঁধী... ওঁকে জানতে বুঝতে আমার কোনও সমস্যা হয় না। আমি ওঁর ছবি দেখেছি, ভেবেছি, ওঁকে জানতে, বুঝতে কেমন লাগবে। আমি ফিল্মি পরিবারের মেয়ে, উনি রাজনৈতিক পরিবারের। হয়তো আমাদের মধ্যে দারুণ কথাবার্তা হবে।
কিদোয়াই আরও লিখেছেন, রাহুলও নাকি করিনার ছবি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে পছন্দ করতেন।
সাংবাদিক রশিদ কিদোয়াই তাঁর বই নেতা অভিনেতা: বলিউড স্টার পাওয়ার ইন ইন্ডিয়ান পলিটিক্স বইতে লিখেছেন এ কথা। তিনি জানিয়েছেন, প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও অভিনেতা পৃথ্বীরাজ কপূরের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল, ইন্দিরা গাঁধীও কপূর পরিবারকে অত্যন্ত সম্মান করতেন।
করিনা কপূর এখন বিয়ে থা করে সংসারী। কিন্তু এক সময় শাহিদ কপূরের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন তিনি, নাম জড়ায় হৃতিক রোশনের সঙ্গেও। কিন্তু জানেন, এক সময় রাহুল গাঁধীর প্রতি দুর্বলতা ছিল তাঁর?
- - - - - - - - - Advertisement - - - - - - - - -