সেফ-করিনার দক্ষিণ আফ্রিকায় ছুটিযাপন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Dec 2018 04:00 PM (IST)
1
তৈমুরের মতো মা করিনার ক্রেজও কম নয়। সাদা বালির উপর সাদা পোশাকে লাস্যময়ী বেবো।
2
বাবা-ছেলের রসায়ন সহজেই নজর কেড়ে নেয় সকলের। কখনও আবার সেফের থেকেও নজর টানে পুত্রই।
3
একরত্তি হলে কী হবে, ছোট্ট তৈমুর এখন থেকেই ক্যামেরার সামনে পোজ দিতে তুখোড়।
4
সেফ-করিনা জুটি মানেই হট অ্যান্ড হ্যাপেনিং। তৈমুরের জন্মদিন উপলক্ষ্যে দক্ষিণ আফ্রিকায় ছুটি কাটাতে গিয়ে উষ্ণতা ছড়ালেন যুগলে।
5
ইনস্টাগ্রামে ছবি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় ছবিগুলি