বয়ফ্রেন্ড সন্দীপ তোশনিওয়ালের সঙ্গে ডিনারে করিশমা কপূর, শিগগিরই বিয়ে করবেন তাঁরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Nov 2017 05:55 PM (IST)
1
2
3
4
5
৩ বছর প্রেম করছেন করিশমা-সন্দীপ।
6
7
দীর্ঘ লড়াইয়ের পর সোমবার স্ত্রীর কাছ থেকে ডিভোর্স পেয়েছেন পেশায় ব্যবসায়ী সন্দীপ। শিগগিরই করিশমার সঙ্গে তাঁর বিয়ে।
8
9
২০০৩-এ করিশমার বিয়ে হয় ব্যবসায়ী সঞ্জয় কপূরের সঙ্গে। গত বছর পাকাপাকিভাবে বিচ্ছেদ। তবে ২ সন্তানের কাস্টডি পেয়েছেন করিশমা।
10
মুম্বই শহরতলির এক রেস্তোঁরার বাইরে তাঁরা।
11
বয়ফ্রেন্ড সন্দীপ তোশনিওয়ালের সঙ্গে শনিবার সন্ধেয় করিশমা কপূরের ডিনার ডেট।