ডিভোর্স হয়ে গিয়েছে বাবা মার, বাবা সঞ্জয়ের সঙ্গে দেখা করল করিশমা কপূরের ২ ছেলেমেয়ে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Jan 2018 12:40 PM (IST)
1
শোনা যাচ্ছে, করিশমা শিগগিরই বিয়ে করবেন তাঁর বয়ফ্রেন্ড সন্দীপ তোশনিওয়ালকে।
2
২০০৩-এ বিয়ে করেন করিশমা-সঞ্জয়, ২০১৬-য় ডিভোর্স হয়ে যায়।
3
করিশমার সঙ্গে বিয়ের সময় সঞ্জয় ডিভোর্সি ছিলেন। করিশমার সঙ্গে ছাড়াছাড়ির পর তিনি ফের বিয়ে করেছেন।
4
ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সঞ্জয়ের তৃতীয় স্ত্রী প্রিয়া সচদেব।
5
দেখুন বাবার সঙ্গে সামাইরা ও কিয়ানের ছবি।
6
করিশমার ২ সন্তান সামাইরা ও কিয়ান থাকে মুম্বইতে, তাঁর সঙ্গে। কিন্তু সঞ্জয় মাঝে মাঝেই দিল্লি নিয়ে গিয়ে দেখা করেন তাদের সঙ্গে।
7
ব্যবসায়ী সঞ্জয় কপূরের সঙ্গে ডিভোর্স হয়ে গিয়েছে করিশমা কপূরের। ২ ছেলেমেয়ের কাস্টডি পেয়েছেন করিশমা।