ফের একসঙ্গে সলমন খান ও ক্যাটরিনা কাইফ, সঙ্গে আলিয়া ভট্ট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Jun 2017 07:30 PM (IST)
1
টাইগার জিন্দা হ্যায় ছবিতে দেখা যাবে সলমন-ক্যাটরিনা দুজনকেই।
2
আইফার অনুষ্ঠান চলাকালীনই আমেরিকায় নিজের ৩৪তম জন্মদিন পালন করবেন ক্যাটরিনা। সলমন বলেছেন, গোটা দেশ তাঁর জন্মদিনের উৎসব পালন করবে, দিনটাকে বলা হবে ক্যাটরিনা দিবস। শুনে হাসিতে ফেটে পড়েন ক্যাটরিনা।
3
আলিয়া অবশ্য জানিয়ে দিয়েছেন, তিনি মোটেই ভাল নাচতে পারেন না।
4
ক্যাটরিনা বলেছেন, আইফার স্টেডিয়াম, সেট আপ সবই সেরা। তাঁর আশা, তাঁর পারফরম্যান্সের কোরিওগ্রাফি অসাধারণ হবে, খুশি হবেন ভক্তরা।
5
বলিউডের বহু নামি দামি তারকা যোগ দেবেন এই অনুষ্ঠানে।
6
জুলাইয়ে আমেরিকায় হবে আইফা অ্যাওয়ার্ডস সেরিমনি। সেই উপলক্ষ্যে মুম্বইয়ে সাংবাদিক বৈঠকে ছিলেন সলমন খান, ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভট্ট।