কৃষ্ণসার কাণ্ডে জামিন পেয়েছেন, সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে তারকাদের ভিড়
তবে শাহরুখ খানের জিরো ও আমির খানের ঠগস অফ হিন্দোস্তানের শ্যুটিংয়ে ব্যস্ত ক্যাট সলমনকে দেখতে যোধপুর যেতে পারেননি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাঁদের ধন্যবাদ জানাতে বারান্দায় এসে দাঁড়ান সলমন। সঙ্গে ছিল ছোট্ট ভাগ্নে আহিল, বাবা, মা ও দেহরক্ষী শেরা। (সব ছবি: মানব মঙ্গলানি)
ভাইজানের জামিনের খবর মিলতেই গ্যালাক্সির সামনে ভিড় করেন তাঁর অসংখ্য ভক্ত।
যোধপুর থেকে ফিরেই সলমন সকলের আগে যান বাবা সেলিম খান ও মা সালমার সঙ্গে দেখা করতে।
আসেন মালাইকার বোন অমৃতা অরোরা।
সলমনের ভাই আরবাজ খানের প্রাক্তন স্ত্রী মালাইকা অরোরাও তাঁকে দেখতে আসেন।
সলমনের সঙ্গে দেখা করতে আসেন তাঁর প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফ। আদালতের রায় আসার আগে সলমনের বোন অর্পিতার সঙ্গে সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়ে পুজো দেন তিনি।
কৃষ্ণসার মামলায় জামিন পেয়ে গতকালই যোধপুর থেকে মুম্বই ফিরেছেন সলমন। হাঁফ ছেড়ে বাঁচা বলিউড কাল রাতে ভিড় জমিয়েছিল তাঁর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -