টাইগার জিন্দা হ্যায়ের জন্য ক্যাটরিনার অ্যাকশন সিন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Jun 2017 07:39 PM (IST)
1
ছবিতে ফের দেখা যাবে সলমন-ক্যাটরিনাকে।
2
এক থা টাইগারের সিকোয়েল এই ছবিটি।
3
ছবির পরিচালনা করছেন আলি আব্বাস জাফর। শিগগিরই মরক্কোয় শুরু হবে পরবর্তী পর্বের শ্যুটিং।
4
অ্যাকশন রোলে যাতে বেমানান না লাগে, তাই কঠোর পরিশ্রম করছেন ক্যাটরিনা। ট্রেনিং নিচ্ছেন হলিউডের স্টান্ট ডিরেক্টরের কাছ থেকে।
5
যশরাজ ফিল্মস প্রকাশ করেছে এই ছবিগুলি।
6
টাইগার জিন্দা হ্যায় ছবিতে অ্যাকশন করতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে।