দেশি-বিদেশি দুই লুকেই সমান স্বচ্ছন্দ ক্যাটরিনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Nov 2017 01:10 PM (IST)
1
২২ ডিসেম্বর মুক্তি পাবে টাইগার জিন্দা হ্যায়।
2
3
তাঁর আগামী ছবি সলমন খানের সঙ্গে টাইগার জিন্দা হ্যায়। আপাতত তার প্রমোশনে ব্যস্ত ক্যাটরিনা। ছবির গান সোয়াগ সে স্বাগত মুক্তি পেয়েছে।
4
কিন্তু পরের ছবিতে পুরোপুরি আলাদা তিনি। এটিও ক্যাটরিনা পোস্ট করেছেন তাঁর ইনস্টাগ্রাম পেজে।
5
সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি পোস্ট করেছেন ক্যাট নিজে। শাড়ি, গয়না, টিপ আর চুলে ফুলের মালায় তিনি পুরোদস্তুর ভারতীয়।
6
এবার তাঁকে দেখা যাচ্ছে বিদেশি ও ভারতীয়- দুরকম পোশাকেই।
7
সব ধরনের পোশাকে মানায় ক্যাটরিনা কাইফকে। দেশি হোক বা বিদেশি, সাদাসিধে বা গ্ল্যামারাস- ক্যাটরিনা সব পোশাকে সমান আকর্ষণীয়।