৩.৭ কোটির সোনার মুকুট দিয়ে দেবী ভদ্রকালীর পুজো দিলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Oct 2016 08:41 AM (IST)
1
১১.৭ কেজি ওজনের সোনার মুকুট দিয়ে দেবী ভদ্রকালীর পুজো দিলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। দাম প্রায় ৩.৭ কোটি।
2
মন্দিরে প্রার্থনা করেন সস্ত্রীক রাও।
3
4
দশেরা উপলক্ষ্যে এই মুকুট দিয়ে পুজো দিলেন চন্দ্রশেখর রাও। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী শোভা রাও এবং মন্ত্রীসভার কয়েকজন সদস্য।
5
এর আগেও তেলেঙ্গানার বিভিন্ন মন্দিরে গয়না দিয়ে পুজো দিয়েছেন রাও।