জেনে নিন, কোথায়, কীভাবে তৈরি হল জাগ্গা জাসুস
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Jun 2017 08:03 PM (IST)
1
2
ছবিটির সঙ্গীত পরিচালক প্রীতম।
3
জাগ্গা জাসুসের পরিচালক-প্রযোজক অনুরাগ বসু। রণবীরও প্রযোজক। আর সহ প্রযোজক ডিজনি। ১৪ জুলাই মুক্তি পাবে ছবিটি।
4
গলতি সে মিসটেক গানে রণবীরকে স্কুল পড়ুয়ার ইউনিফর্মে দেখা যাচ্ছে। এই গানের শ্যুটিংও হয়েছে স্কুলে।
5
বেশিরভাগ দৃশ্যেরই শ্যুটিং স্কুলে হয়েছে, তাই নির্মাতারা স্টুডিওয় সেট না বানিয়ে আসল স্কুলেই করেছেন শ্যুটিং।
6
জাগ্গা জাসুস ছবিতে রণবীর কপূর স্কুল ছাত্রের ভূমিকায়। ছবির শ্যুটিংও হয়েছে একটি স্কুলে।