কোহলি সম্পর্কে কিছু অজানা তথ্য জানুন, কে ছিলেন বিরাটের প্রথম প্রেম?
২০১২ সালে বিশ্বমঞ্চে ১০জন সেরা পোশাক পরিহিত পুরুষদের তালিকায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে জায়গা করে নিয়েছিলেন কোহলিও
কোহলির সারা দেহে চারটি ট্যাটু আছে। এরমধ্যে একটি গোল্ডেন ড্রাগন এবং স্যামুরাই যোদ্ধাও আছে। শোনা যায় সৌভাগ্য আনার জন্যে এই ট্যাটু বানিয়ে ছিলেন তিনি
২০০৬ সালে বিরাট যখন রঞ্জি ট্রফি খেলছেন কর্নাটকের বিরুদ্ধে, সেই সময় ম্যাচের আগের দিন তাঁর বাবা মারা যান। কিন্তু তারপরেও ম্যাচ ছেড়ে যাননি বিরাট। পরের দিন ম্যাচে তাঁর ব্যাট থেকে আসে রানের ঝড়। তিনি ৯০ রান করেন কর্নাটকের বিরুদ্ধে
মাত্র ২৩ বছর বয়সে ২০১২ সালে কোহলি আইসিসি একদিনের ক্রিকেটের সেরা ক্রিকেটারের শিরোপা পেয়েছেন।
বিরাট হচ্ছেন প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি বিশ্বকাপের মঞ্চে প্রথম পা রেখেই শতরান করেছেন। বাংলাদেশের বিরুদ্ধে কোহলির শতরান করেছিলেন ২০১১-র বিশ্বকাপে
টেস্টে ৪১টি ম্যাচ খেলে কোহলির সংগ্রহে রয়েছে ২ হাজার ৯৯৪ রান। এরমধ্যে ১১টি শতরান রয়েছে
বিরাট কোহলি ভারতীয় আন্তর্জাতিক দলে আত্মপ্রকাশ করেছিলেন ২০০৮ সালে। ২০১১ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি
তাঁর প্রিয় খাবার হল মটন বিরিয়ানি ও ক্ষীর। অবশ্য সেটা তাঁর মায়ের হাতে রান্না করা হতে হবে
বিরাট কোহলির অধিয়ানকত্বে ভারতের আন্ডার ১৯ দল, ২০০৮ সালে আন্ডার-১৯ বিশ্বকাপ জিতেছিল
এখনও অবধি তিনি ১৭১টি ওয়ান ডে খেলেছেন। তাঁর সংগ্রহে রয়েছে ৭ হাজার ২১২ রান। এরমধ্যে ২৫টি শতরান রয়েছে। তাঁর সর্বোচ্চ স্কোর ১৮৩
বিরাট কোহলির প্রথম প্রেম ছিলেন করিশমা কপূর
কোহলির ডাকনাম চিকু। প্রাক্তন দিল্লি কোচ অজিত চৌধুরী তাঁকে এই নাম দিয়েছিলেন, যখন তিনি দিল্লি রঞ্জি দলে যোগ দিয়েছিলেন।