মজার ছলে মশলাদার নুডলস খাওয়ার চ্যালেঞ্জ নিয়েছিলেন, এখন এই মহিলা হাসপাতালে ভর্তি
পরে তিনি বুঝতে পারেন, মশলা নুডলস খাওয়ার ফলেই তাঁর এই অবস্থা হয়েছে।
তিনি বলেছেন, নুডলস খাওয়ার পর তাঁর পেটে প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়। কিন্তু তাঁর বন্ধুর এমন কিছু হয়নি। পরের দিন শুরু হয় রক্তপাত।
শ্যানন ইংল্যান্ডের ম্যানচেস্টারের বাসিন্দা। তিনি জানিয়েছেন, বিপজ্জনক জেনেও এই চ্যালেঞ্জ নেন তিনি। ভেবেছিলেন, সহজেই সফল হবেন, বুঝতে পারেননি, হাসপাতালে ভর্তি হতে হবে।
শ্যানন তাঁর সমবয়সী বন্ধু কিলনের সঙ্গে এই স্পাইসি নুডলস খাওয়ার চ্যালেঞ্জ নেন। তার ভিডিও-ও করেন।
হাসপাতালে তাঁকে স্যালাইন দেওয়া হচ্ছে, বলা হয়েছে, আর কখনও যেন এমন কাণ্ড না ঘটান। তাঁর কোলনোস্কপি হয়েছে।
তরুণীর নাম শ্যানন গোল্ডিং, বয়স ২০। তিনি অত্যন্ত বেশি মশলা দেওয়া নুডলস খাওয়ার চ্যালেঞ্জ নেন। আর তারপরেই মলদ্বার দিয়ে টানা রক্তপাত।
এই তরুণী এক নাগাড়ে স্পাইসি নুডলস খাওয়ার চ্যালেঞ্জ নেন, আর দিনচারেকের মধ্যেই তাঁর শরীর থেকে শুরু হয় রক্তপাত।
কেউ নেয় ফিটনেস চ্যালেঞ্জ আবার কেউ নেয় কিকি। কোনওটা স্বাস্থ্যের পক্ষে ভাল, আবার কোনওটা বিপজ্জনক। বিপজ্জনক সব চ্যালেঞ্জের দিকে ঝুঁকছে তরুণ প্রজন্ম আর কখন যেন নিজের জীবনকেই করে ফেলছে খেলার সামগ্রী।